Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিদ্যুৎ বন্ধের নোটিশ (০৯/০৮/২০১৮-২০/০৮/২০১৮ ইং)।
বিস্তারিত

  বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, নেসকো লিঃ, রাজশাহীর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র দপ্তরের আওতাধীন শালবাগান এবং বিমানবন্দর ৩৩/১১ কেভি উপকেন্দ্র দুটির আওতাধীন ১১টি ১১ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের ডাল-পালা কাটার কাজ (আগামীকাল ০৯/৮/২০১৮ইং হতে ২০/৮/২০১৮ইং পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে) শুরু হবে। যার ফলে বর্নিত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজের স্বার্থে দপ্তরের আওতাধীন উপশহর, সপুরা, শালবাগান, তেরখাদিয়া, শিরইল, ছোটবনগ্রাম, বিসিক শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, বিজিবি, পবা উপজেলা, জিন্নানগর, নওদাপাড়া, বায়া, ভূগরইল, নওহাটা, তানোর, বড়গাছী ইত্যাদি এলাকায় মাঝে মধ্যে ২/১ ঘন্টা করে বিদ্যুৎ বন্ধের প্রয়োজন হবে।  দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধের প্রয়োজন হলে পূর্ববর্তী দিনে মাইকিং এর মাধ্যমে অবগত করা হবে। সুষ্ঠু বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার ক্ষেত্রে কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

 

 

 
স্মারক নং-বিবিবি-৩/রাজ/ ৫১১ /২০১৮/                                                                    তারিখঃ-       /০৮/২০১৮ইং ।
সদয় অবগতির জন্য অনুলিপিঃ- (জ্যৈষ্ঠতার ক্রমানুসারে নয়)
০১। ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, নেসকো লিঃ, রাজশাহী।
০২। নির্বাহী পরিচালক(কারিগরী/অর্থ), নেসকো লিঃ, রাজশাহী।
০৩।  বিভাগীয় কমিশনার, রাজশাহী।
০৪।  প্রধান প্রকৌশলী, বিতরণ অঞ্চল, নেসকো লিঃ/ বাংলাদেশ রেলওয়ে/প্রকল্প পরিচালক, বিবিব্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী।
০৫।  প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন ।
০৬। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১/২, নেসকো লিঃ, রাজশাহী ।
০৭। জেলা প্রশাসক, রাজশাহী।
০৮। পুলিশ কমিশনার, আর এম পি, রাজশাহী।
০৯। সেক্টর কমান্ডার, বি জি বি, রাজশাহী ।
১০। নির্বাহী প্রকৌশলী, বিবিবি-১/২/৪/৫, নেসকো লিঃ/পিজিসিবি/ বিবিব্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী।
১১। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পবা/তানোর উপজেলা, রাজশাহী।
১২। এজিই(আর্মি), রাজশাহী সেনানীবাস,রাজশাহী ।
১৩। আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাজশাহী -বিজ্ঞপ্তিটি আপনার স্থানীয় সংবাদে প্রচারের জন্য অনুরোধ করা হল।
১৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, পবা/বোয়ালিয়া/শাহমখদুম থানা, রাজশাহী।
১৫। সভাপতি/ সাধারণ সম্পাদক, বিসিক শিল্প মালিক সমিতি, রাজশাহী।
১৬। সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ/সোনার দেশ/নতুন প্রভাত,রাজশাহী-আপনার পত্রিকায় বিজ্ঞপ্তিটি পরপর ০৩(তিন) দিন প্রচারের
      জন্য অনুরোধ করা হল।
১৭। সকল সহকারী প্রকৌশলী/সকল উপ-সহকারী প্রকৌশলী, অত্র দপ্তর ।
১৮। আবাসিক প্রকৌশলী, তানোর বিদ্যুৎ সরবরাহ, নেসকো লিঃ, তানোর, রাজশাহী।
১৯। সহকারী প্রকৌশলী-৩, অত্র দপ্তর।(নির্দেশনা অনুযায়ী মাইকিং যোগে প্রচারের ব্যবস্থা নিবেন)।
২০। সহকারী ব্যবস্থাপক (চজ ্ ঈড়সস.), নেসকো লিঃ, রাজশাহী।
২১।  জনাব ফেরদৌস,পরিচালক, কেবল নেটওয়ার্ক, হেতেমখান, রাজশাহী-বিজ্ঞপ্তিটি  প্রচারের জন্য অনুরোধ করা হইল ।
২২। অভিযোগ কেন্দ্র, ৩৩/১১ কেভি বিমানবন্দর /শালবাগান উপকেন্দ্র,অত্র দপ্তর ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/08/2018
আর্কাইভ তারিখ
20/08/2018